
ওঙ্কার প্রতিনিধি, মুম্বইঃ মুম্বইয়ের হোটেলে ভয়াবহ আগুন। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, রবিবার দুপুর দেড়টা নাগাদ মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার গ্যালাক্সি হোটেলের তৃতীয় তলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের চারটি ইঞ্জিন।
আগুনে পুড়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। মৃতদের নাম রূপল কাঞ্জি (২৫), কিষাণ (২৮) এবং কান্তিলাল গোরধন ভারা (৪৮)। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি। এ ছয়জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে , তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।