
শঙ্কু কর্মকার,গঙ্গারামপুর:
ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে শুক্রবার রাতে তৃণমুল-বিজেপি সংঘর্ষ, আহত উভয় পক্ষের ৪ জন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গঙ্গারামপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায়।ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। চলেছে পুলিশি টহলদারি