
ত্রয়ণ চক্রবর্তীঃ গঙ্গাসাগর দ্বীপের সন্নিকটে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হল চার দিনের প্রণব সংস্কৃতি মেলা ও বিশেষ গঙ্গা আরতি।মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকে বাঁশতলা খেয়াঘাট সংলগ্ন কালনাগিনী নদীবক্ষে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। কালনাগিনী নদীর দুই তীরে শতশত মানুষ ভীড় করছেন৷ ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ ১২৯তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে ১০০১টি প্রদীপ প্রজ্জলনে আরতি হয়।সেইসাথে ১২৯টি ধূনাচি, ১২৯টি মশাল জ্বালিয়ে ও ১২৯ টি মঙ্গল দ্বীপ জ্বালিয়ে মহিলারা যজ্ঞে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের উদ্ধোধন করেন সঙ্ঘের সন্ন্যাসী স্বামী সর্বাত্মানন্দ।স্বামী অন্নেষানন্দ এবং স্বামী পরাসরানন্দ।উপস্থিত ছিলেন রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী ঘোরামী ও উপপ্রধান শুভজিৎ মন্ডল৷অনুষ্ঠানে সহযোগিতা করেন বাঁশতলা বাজার কমিটি, বিবাদি সংঘ, মন্মথপুর হিন্দু মিলন মন্দির বিশালক্ষ্মী ও হরিমন্দির কমিটি৷