
ওঙ্কার নিউজ ডেস্ক: রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে গোটা কাকদ্বীপ। কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে বন্ধ ফেরি চলাচল। গঙ্গাসাগর মেলার আগেই বন্ধ কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ভেসেল পরিষেবা। ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পুণ্যার্থীরা।
রবিবার সকাল থেকে ঘন কুয়াশায়, দৃশ্যমানতার অভাবে কাকদ্বীপ লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাট পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ হয়ে পড়ে। সকাল থেকে ঘাটে প্রায় লক্ষাধিক মানুষকে ভেসেল চালু হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছুটা বেলা বাড়তে, ঘন কুয়াশায় চাদর সরতে ১১ টা ৩০ মিনিট নাগাদ আবার চালু হয় ভেসেল পরিষেবা। আসন্ন গঙ্গাসাগর মেলা, মেলার সময় বহু পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসেন। ইতিমধ্যেই অনেক পুণ্যার্থী গঙ্গাসাগরমুখী হয়েছেন। একারণে প্রতিদিন এই ঘাটগুলিতে মানুষের ভিড় বাড়ছে। কিন্তু ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রায় দিনই সকালে বন্ধ থাকছে ভেসেল পরিষেবা। একারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের।