
স্পোর্টস ডেস্ক :পাকিস্তান ক্রিকেট, সবসময়ই বিতর্কে। কখনও অধিনায়ক, আবার কখনও কোচ, কেউই স্থায়ী এমনটা বলার উপায় নেই। এবার কোচের দায়িত্ব ছাড়লেন গ্যারি কার্স্টেন। তাতে অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে যাওয়ার আগে বড় এক ধাক্কাই খেল পাকিস্তান দল। প্রকাশ্যে এই নিয়ে কার্স্টেন বিবৃতি না দিলেও বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নানা দ্বন্দ্বে জড়িয়েই এই পদত্যাগের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার এবং বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন। পিসিবিও সময় নষ্ট করেনি। আপাতত অস্ট্রেলিয়ার আসন্ন সাদা বলের সফরে ক্রিকেট দলের অস্থায়ী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জেসন গিলেস্পি। তিনি পাকিস্তানের লাল বলের প্রধান কোচ। কার্স্টেন, গিলেস্পি দুই জনই এ বছরের এপ্রিলে পাকিস্তানের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন।