
স্পোর্টস ডেস্ক :মঙ্গলবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে ভারতের নতুন কোচের নাম ঘোষণা করেন জয় শাহ। বোর্ড সচিবের এই ঘোষণার পাশাপাশি বিসিসিআই একটি বিবৃতির মাধ্যমে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির নাম জানিয়ে দেয়। জানানো হয়, শ্রীলঙ্কা সফরের আগে দলের সঙ্গে যোগ দেবেন গৌতম গম্ভীর। ঘোষণার পর নিজের এক্স হ্যান্ডেলে একটি বিশেষ বার্তা পোস্ট করেন গৌতি। গম্ভীর লেখেন, ‘ভারত আমার পরিচয়। দেশের সেবা করা সবসময় আমার জীবনের মূলমন্ত্র ছিল। আমি আবার ফিরতে পেরে সম্মানিত। ভিন্ন টুপিতে হলেও। তবে আমার লক্ষ্য একই থাকবে, যা বরাবরই ছিল। প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করা। মেন ইন ব্লুর কাঁধে ১.৪ কোটির স্বপ্নপূরণ করার দায়িত্ব। স্বপ্নগুলো সত্যি করার জন্য আমার সাধ্যের মধ্যে যা থাকবে, আমি করব।’