
স্পোর্টস ডেস্ক :জল্পনার অবসান। ভারতীয় দলের হেড কোচ হলেন গৌতম গম্ভীর। তিনি রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন। বিসিসিআই সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে এ কথা ঘোষণা করলেন।বিসিসিআই আগেই ঘোষণা করেছিল নবনিযুক্ত হেড কোচের সঙ্গে চুক্তি হবে ২০২৭ সালের ডিসেম্বর অবধি। আজ জয় এক্স হ্যান্ডলে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট অত্যন্ত দ্রুততার সঙ্গে বদলাচ্ছে। গৌতম সেই পরিবর্তনের সাক্ষী থেকেছেন খুব কাছ থেকেই।শ্রীলঙ্কা সিরিজ থেকে কোচ হবেন তিনি।গম্ভীরের নাম সরকারি ভাবে ঘোষণা করার ক্ষেত্রে আলোচনার পর্যায়ে ছিল মূলত দুটো বিষয়। সাপোর্ট স্টাফ এবং কয়েকটি শর্ত দিয়েছিলেন গৌতম গম্ভীর। কেকেআরে তিন মাসের টুর্নামেন্টের জন্য় যে বেতন পেতেন, জাতীয় দলে ফুল টাইম কোচের নিরিখে কম বলা যায়। বেতন নিয়ে গম্ভীরের সঙ্গে বোর্ডের আলোচনা চলছিল বলেই জানা গিয়েছিল। আলোচনা যে ফলপ্রসূ হয়েছে বলাই যায়।