
স্পোর্টস ডেস্ক :কলকাতা নাইট রাইডার্স আর গৌতম গম্ভীর যেন সমার্থক। ২০১২ আর ২০১৪ সালে কেকেআর গম্ভীরের হাত ধরেই ট্রফি জেতে। এরপরে গম্ভীর দল ছাড়ার পরে নাইট শিবিরে অমাবস্যা। আবার এই বছর গম্ভীর মেন্টর হয়ে ফিরে আসতেই বদলে গেছে নাইটরা। যেমন সুনীল নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে এনে তাকে বদলে দিয়েছেন।গ্রুপ শীর্ষে শেষ করে এবারে ট্রফি জয়ের স্বপ্ন । তবে কেকেআর নিয়ে আবেগপ্রবণ গম্ভীরও। এদিন গম্ভীর জানালেন,’আমি কখনই ভাবিনি যে আমি এই ধরনের ভালবাসা পাব। কারণ সৌরভকে সরিয়ে যখন ২০১১ সালে আমাকে ক্যাপ্টেন করা হল বাইরের থেকে অনেক কথাই শুনেছিলাম কিন্তু ইডেনে নেমে প্রথম ম্যাচ থেকেই কলকাতার যা ভালোবাসা পেয়েছিলাম ভোলা যাবে না।আমার ৭ বছরের অধিনায়কত্বে একবারও আমাকে অনুভব করা হয়নি যে আমি কলকাতার অন্তর্গত নই। কলকাতার মানুষের সঙ্গে আমার সেই সম্পর্ক। আমি অতীতে বলেছি, দলকে নেতৃত্ব দিয়েছি বলে নয়, কলকাতা আমার বাড়ি। ‘