
ওঙ্কার ডেস্ক: গত মঙ্গলবার থেকে প্যালেস্টাইনের গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েলের বাহিনী। সেই হামলার জেরে আগেই উত্তর গাজা বিচ্ছিন্ন হয়েছিল। এ বার ইজরায়েলি বাহিনীর হামলায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল দক্ষিণ গাজাও। বৃহস্পতিবার মধ্য ও দক্ষিণ গাজার সংযোগরক্ষাকারী করিডরের দখল নিয়েছে ইজরায়েলের সেনা।
ইজরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় গত তিন দিনে ৯৭০ জনের বেশি নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন প্যালেস্টাইনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা তথা গাজার প্রশাসনিক প্রধান এসাম আল-দালিস। অভ্যন্তরীণ বিষয়ক দফতরের প্রধান মাহমুদ আবু ওয়াতফা, নিরাপত্তা বিষয়ক প্রধান বাহজাত আবু সুলতানেরও মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল হামাস। গাজা থেকে চালানো সেই হামলায় মৃত্যু হয় প্রায় ১২০০ জনের। সেই সময় ২৫০ জনকে পণবন্দি করা হয়। এর পর হামাসের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে ইজরায়েল। গত দেড় বছরের যুদ্ধে প্রায় ৬৫ হাজার প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বুধবার বলেছিলেন, গাজায় সংঘাত চলা অঞ্চলগুলো থেকে শীঘ্রই প্যালেস্টাইনিদের সরে যেতে বলবে ইজরায়েলি বাহিনী। তিনি সতর্ক করে বলেন, ইজরায়েল হামলার তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।