
নিজস্ব প্রতিনিধিঃ গাজায় ইজরায়েলের হামলা থামাতে ও যুদ্ধ বন্ধের দাবিতে তৈরি হচ্ছে বিশ্ব জনমত। বিভিন্ন দেশে প্রতিবাদ,বিক্ষোভ, মিছিলে পা মিলিয়েছেন হাজার হাজার মানুষ। জাপান,থাইল্যান্ড,দক্ষিণ আফ্রিকা, ইটালি,গ্রীস,ব্রিটেন,আমেরিকা সব জায়গাতেই প্রতিবাদের ঢেউ। ওয়াশিংটনে প্যালেস্টাইনের পতাকা ও যুদ্ধ বিরোধী পোস্টার নিয়ে মিছিল হয়েছে। কুয়ালালামপুরে ইজরায়েলের বন্ধু দেশ আমেরিকার দূতাবাসের সামনে জড়ো হন প্রচুর মানুষ। তারা ইজরায়েলকে বয়কট ও যুদ্ধ বন্ধের ডাক দেয়। যুদ্ধ বিরোধী মিছিল হয় লন্ডনের রাস্তায়ও।