
প্রতিনিধিঃ ইজরায়েল এবং প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে সংঘর্ষ দু মাসেরও বেশি সময় অতিক্রান্ত। বিবিসি সূত্রের খবর, ইজরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮২ জন। ইজরায়েলি সেনার তরফেও দাবি করা হয়েছে, ২৪ ঘণ্টায় দক্ষিণ গাজায় ১০০টি নিশানায় সফলভাবে হামলা চালিয়েছে তারা। জানা গিয়েছে, ১২৯ জন ইজরায়েলি হামাসের হাতে বন্দি। তার মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। এখনও পর্যন্ত সংঘর্ষ বন্ধ করার কোনও ইঙ্গিতই মেলেনি। হামাসকে নিশ্চিহ্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।