
স্পোর্টস ডেস্ক :শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে গেল ইউরো কাপ ২০২৪। ছিম ছাম ছোট উদ্বোধনী অনুষ্ঠান। নানা রঙের পোশাক পরে প্রায় ১০০ নৃত্যশিল্পী নাচলেন আর গাইলেন মিনিট সাতেক ধরে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান বলতে স্রেফ এটুকুই! অনুষ্ঠানের আয়োজন হয়েছিল বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। আয়োজক দেশ জার্মানি প্রথম দিন স্কটল্যান্ডের মুখোমুখি হয়। আর নেমেই যেন ঝড় তোলেন জার্মানরা। যে ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড। ৫-১ গোলে জিতে ইউরো অভিযান শুরু করল তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
জার্মানির প্রশ্নের কোনও উত্তর ছিল না স্কটল্যান্ডের কাছে। ৪-২-৩-১ ফরমেশনে ছক সাজিয়ে সাজিয়ে ছিলেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। পুরো ম্যাচে ৭০ শতাংশের বেশি বল পজিশন নিজেদের কাছে রেখেছিল জার্মানরা। একদিকে জার্মানি যেমন গোটা ম্যাচে ২০টা শট মেরেছে সেখানে স্কটল্যান্ড মাত্র একটি শট মারতে পেরেছে। জার্মানির শট অন টার্গেট ছিল ১০। আর স্কটল্যান্ডের শট ছিল লক্ষ্যভ্রষ্ট। জার্মানি নিজেদের মধ্যে ৬৮৩টা পাস খেলেছে। স্কটল্যান্ড মাত্র ২৫১টি পাস খেলতে পেরেছে। এর থেকেই বোঝা যায় ম্যাচ স্কটিশদের ঘুরে দাঁড়ানোর সুযোগটাও দেয়নি জার্মানি।
ম্যাচের প্রথম মিনিটেই রিতজ গোলের সুযোগ পান। কিন্তু রেফারি অফসাইডের সিদ্ধান্ত দেন। তবে গোল পেতে জার্মানদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১০ মিনিটের মাথায় জশুয়া কিমিখের দারুণ পাস থেকে রিতজের ডান পায়ের কোনাকুনি শট স্কটিশ গোলরক্ষকের হাতে লেগে গোল হয়ে যায়। রিতজের গোলের ৯ মিনিট পর ব্যবধান বাড়ায় জার্মানি। এবার স্কোরশিটে নাম লেখান জামাল মুসিয়ালা। হাভের্টজের দারুণ পাস থেকে ডান পায়ের শটে গোল করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকেও আত্মতুষ্টি তাদের মধ্যে দেখা যায়নি। ২৫ মিনিটে মুসিয়ালাকে ডি-বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। এরপর ভিএআরের মাধ্যমে দেখা যায়, ফাউল ডি-বক্সের বাইরে হয়েছে। রেফারি সিদ্ধান্ত পাল্টে ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন। ফ্রি-কিক থেকে হাভের্টজের শট স্কটিশ গোলরক্ষক রুখে দেন।
প্রথমার্ধ শেষের পথে। সংযুক্ত সময় ঘোষণা করে দিয়েছে রেফারি। তখনই পেনাল্টি পায় জার্মানি। ডি-বক্সের ভেতর গুন্ডোগানকে ফাউল করে লালকার্ড দেখেন স্কটল্যান্ডের রায়ান পরটিউস। স্পট কিক থেকে জার্মানিকে ৩-০ গোলে এগিয়ে দেন আর্সেনাল তারকা হাভের্টজ। প্রথমার্ধে জার্মানি এগিয়ে থেকেই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও গোলের সুযোগ তৈরি করে জার্মানরা। ৬৮ মিনিটে ব্যবধান আরও বাড়ায় জার্মানরা। এবার বদলি হিসেবে নেমে দলের স্কোরশিটে নাম লেখান ফুলক্রুগ। ডান পায়ের দুর্দান্ত বাকানো শটে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানরা। ৭৭ মিনিটে আবারও ফুলক্রগ গোল করেন। তবে এবার রেফারি অফসাইডের সিদ্ধান্ত দিলে বাতিল হয় গোলটি। শেষের দিকে তখন ৮৭ মিনিটে স্কটিশ এক ফ্রি-কিকে রুডিগার আত্মঘাতী গোল করলে এক গোল পরিশোধ করে স্কটল্যান্ড। এরপর সংযুক্ত সময়ে এমরে ক্যানের দুর্দান্ত শটের গোলে ৫-১ গোলের ব্যাবধান করে ফেলে জার্মানরা। ঘরের মাঠে প্রথম দিনেই বড় জয় দিয়ে যাত্রা শুরু হল জার্মানির।