
ওঙ্কার ডেস্ক: আগুন দাম হলুদ ধাতু সোনার। বিয়ে বা কোনও অনুষ্ঠান উপলক্ষে সোনা কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। সোমবার কলকাতার বাজারে সোনার দাম লাখ টাকার গণ্ডি ছাড়াল। যার ফলে কার্যত মাথায় হাত ক্রেতাদের।
এ দিন ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম ছুঁয়েছে ৯৭,৩০০ টাকা। জিএসটি যোগ করে যে দাম চড়েছে ১,০০,২১৯ টাকাতে। গয়নার সোনা ১০ গ্রামের দাম ৯২,৪৫০ টাকা। জিএসটি ধরে ৯৫,২২৩.৫০ টাকা। প্রসঙ্গত, গত এক সপ্তাহে ৩০০০ টাকা বেড়েছে খুচরো পাকা সোনার দাম। এক মাসে বেড়েছে তা ৮৪৫০ টাকা। আর এক বছরে ধরলে তা বেড়েছে ২৩,৪০০ টাকা।
অন্যদিকে সোনার দাম বাড়ায় বিক্রিবাটাও কমে গিয়েছে। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকদের মতে সোনার দাম কোথায় উঠবে তা বোঝা যাচ্ছে না। যেভাবে হলুদ ধাতুর দাম ঊর্ধ মুখী হচ্ছে তা খুব শীঘ্রই জিএসটি ছাড়াই লাখ টাকা ছাড়াবে।
কিন্তু কেন বাড়ছে সোনার দাম? বিশেষজ্ঞদের মতে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধের ফলে প্রভাব পড়েছে সোনার দামে। পাশাপাশি চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধেরও প্রভাব পড়ছে সোনার দামে। শুধু তাই নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। ফলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যারা সোনার গয়না বানানোর পরিকল্পনা করেছিলেন তারা রীতিমতো বিপকে পড়েছেন।
শখ করেও সোনা কেনার কথা ভাবতে পারছেন তারা।