
স্পোর্টস ডেস্ক :মাঝে বাকি আর একটা দিন, তারপরই আগামী ৭ ডিসেম্বর থেকে রয়েল ক্যালকাটা গল্ফ ক্লাবে শুরু হতে চলেছে দ্বিতীয় এস এস পি চৌরাসিয়া আমন্ত্রণ মূলক গল্প ট্যুর। ফাইনাল ১০ই ডিসেম্বর। মোট পুরস্কার মূল্য ১ কোটি টাকা। এস এস পি চৌরাশিয়া,রশিদ খান, মনু গন্দস সহ মোট ১২৪ জন পেশাদার গলফার এবার এতে অংশ নিচ্ছে। আর একে কেন্দ্র করেই আজ রয়াল ক্যালকাটা গলফ ক্লাবে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। যেখানে চৌরাশিয়া ছাড়াও উপস্থিত ছিলেন উত্তম সিং মান্ডি, গৌরব ঘোষ সহ বহু বিশিষ্ট মানুষরাই। এই সমস্ত অতিথিদের হাত দিয়ে হয়ে গেল ট্রফি উন্মোচন ও। অতিথিরা আশাবাদী গতবারের মতো এবারও জমে উঠবে এই গল্ফ ট্যুর। পরে এসএসপি চৌরাশিয়া জানালেন, ভালো লাগছে নিজের নামে টুর্নামেন্ট।গত কয়েক বছরে অনেক খেলোয়াড় উঠেছে। আশা করছি এবারেও আরও উঠে আসবে। এখনকার প্লেয়ারদের সুযোগ অনেক বেশি।’