
অরূপ পোদ্দার,শিলিগুড়ি: ১৪ ফেব্রুয়ারী পুলওয়ামায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে একদিনের সফরে দার্জিলিংয়ে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। সেখান থেকে সড়কপথে সরাসরি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। এরই মাঝে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল।তিনি বলেন, “আজ পুলওয়ামায় শহীদদের হৃদয় থেকে সম্মান জানানোর দিন। এদিনটিতে সবার দেশ ও দেশের শহীদদের নামে উৎসর্গ করা উচিৎ। ভারত শক্তিশালী দেশ। আমরা ভারতকে শক্তিশালী করে তুলেছি। ভারত মহান। আর আমরা প্রমাণিত করেছি ভারত মহান।” তবে মনিপুরে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে কোন মন্তব্য করতে চাননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।