
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আর সরাসরি রাজ্যকে দেবেনা কেন্দ্র সরকার। এমনই বিল আনতে চলেছে কেন্দ্রের মোদী সরকার, বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনের আগেই সংসদের দুই কক্ষে এই বিল পাশ করিয়ে নেবার পরিকল্পনা করেছে মোদী শাহ ব্রিগেডের।
এতদিন রাজ্যগুলি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরাসরি পেত। কেন্দ্রীয় সরকারের দেওয়া সেই টাকা জমা থাকত রাজ্যের সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের নির্দিষ্ট অ্যাকাউন্টে। কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক সূত্রে খবর, খুব তাড়াতাড়িই আমূল বদলে যেতে চলেছে সেই পদ্ধতি। নতুন নিয়মে প্রকল্পের টাকা রাখা থাকবে রিজার্ভ ব্যাঙ্কে। যখন প্রয়োজন, তখনই তা পাওয়া যাবে। কাজের হিসেব বুঝিয়ে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছ থেকে তা চাইতে হবে। এই নতুন নিয়ম চালু হচ্ছে প্রতিটি রাজ্যেই।
এরাজ্যে বিভিন্ন ক্ষেত্রেই বিরোধীরা অভিযোগ করেন, এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খরচ করে তৃণমূল সরকার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, করমন্ডল রেল দুর্ঘটনার পরে ক্ষতিপূরণ দিতে মিড-ডে মিলের টাকা ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু তা-ই নয়, অভিযোগ অব্যবহৃত টাকা স্রেফ অ্যাকাউন্টে রেখে দেওয়ার দরুণ বিপুল টাকা সুদও ‘অনৈতিক ভাবে’ ব্যবহার করেছে বিভিন্ন রাজ্য সরকার। নতুন নিয়ম চালু হলে, এই দুই কাজ করা সমস্ত রাজ্যের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন, অর্থনৈতিক বিশেষজ্ঞ থেকে প্রশাসনিক কর্তাদের একাংশ। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়ম চালু হলে, রাজ্যগুলির সমস্যা হওয়ার কথা নয়।