
জামিনে মুক্তি পাওয়া সন্ত্রাসবাদীদের ওপর নজর রাখতে ‘জিপিএস ট্র্যাকার অ্যাঙ্কলেট’ ব্যবহার শুরু করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ভারতের প্রথম পুলিশ বাহিনী হিসেবে এই যন্ত্রটি ব্যবহার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। এই জিপিএস ট্র্যাকার অ্যাঙ্কলেট এমন একটি যন্ত্র যা কোনও ব্যাক্তির গোড়ালিতে নূপুরের মতো পরিয়ে দেওয়া হয়। সেখানে থাকে একটি জিপিএস ট্র্যাকার। যা ওই ব্যক্তি কোথায় যাচ্ছেন, সেটি ওই ট্র্যাকারের মাধ্যমে ধরা পড়বে। আর কেউ যদি ওই অ্যাঙ্কলেট খুলতে যায়, তবে পুলিশের কাছে সঙ্কেত চলে যাবে। জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, মুক্তি পাওয়া জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখার জন্য এই যন্ত্রগুলি ব্যবহার করা হবে। সম্প্রতি, জম্মুর এক বিশেষ এনআইএ আদালত সন্ত্রাসবাদে অভিযুক্ত ব্যক্তিদের পায়ে এই যন্ত্র লাগানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে শনিবার গুলাম মহম্মদ ভাট নামে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত এবং সন্ত্রাসবাদে অভিযুক্ত এক ব্যক্তির পায়ে প্রথমবার জিপিএস ট্র্যাকার অ্যাঙ্কলেট পরানো হয়।