
স্পোর্টস ডেস্ক :আর্থিক সংকটে প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল। এদিন গুরু গ্রেগ বলেন , ‘আর্থিক ভাবে আমিসমস্যায় আছি। এখনও গরিব হয়ে যাইনি আমি। তবে আরামের জীবনও কিন্তু কাটাতে পারছি না। আসলে সকলেই ভাবেন, আমরা ক্রিকেটার বলে হয়তো বিলাসবহুল জীবনযাপন করি। তবে সেটা সব সময় হয় না। আসলে এখনকার দিনের ক্রিকেটারেরা যে সকল সুযোগ-সুবিধা পায়, সেটা তো আর আমরা পাইনি।’ ২০০৫ সালে গ্রেগ ভারতীয় দলের কোচ হয়ে আসার আগে তার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর ভারতীয় দলের কোচ হয়ে আসার পরে সৌরভকে ভারতীয় দল থেকে বাদ দেন চ্যাপেল। তার বিতর্কিত অধ্যায় ভারতীয় ক্রিকেটে এখনও বহন করে আছে।২০০৫ থেকে ২০০৭ ভারতীয় দলের কোচ থাকেন প্রাক্তন অজি অধিনায়ক। ২০০৭ বিশ্বকাপে ভারতের ভরাডুবি হয়।