
ওঙ্কার ডেস্ক: মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি পড়ুয়াদের আসক্তি কমাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে গুজরাত সরকার। শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে শিক্ষকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে গুজরাতের শিক্ষা দফদর। শুধু শিক্ষক নয়, প্রাথমিক স্কুল পড়ুয়াদের কেউ মোবাইল নিয়ে স্কুলে আসতে পারবে না বলে জানানো হয়েছে। স্মার্টফোনের নেতিবাচক প্রভাব থেকে পড়ুয়াদের দূরে রাখতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, শিশুদের ওপর সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের প্রভাব নিয়ে সরকার ‘চিন্তিত’। দেশের মধ্যে গুজরাত প্রথম এই ধরণের নির্দেশিকা জারি করতে চলেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী একটি বিবৃতিতে বলেন, ‘সোশ্যাল মিডিয়ার অত্যধিক ব্যবহার শিশুদের উপর বিরূপ প্রভাব ফেলছে, খেলাধুলায় আরও বেশি মনোযোগ দিতে এবং মোবাইলের ব্যবহার কমাতে আইন প্রণয়ন করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নতুন নিয়ম অনুযায়ী শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন নিয়ে স্কুলে না আসতে পারে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে।’