
ওঙ্কার ডেক্স: কুম্ভ স্পেশাল ট্রেনে হামলার অভিযোগ। স্পেশাল ট্রেনের জানালার কাঁচ ভাঙা। মহাকুম্ভ উপলক্ষে পুণ্যার্থীর ঢল নেমেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। কুম্ভস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসতে শুরু করেছেন। পুণ্যার্থীদের যেতে যাতে কোন অসুবিধা না হয় সেই কথা ভেবেই ভারতীয় রেলের পক্ষ থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রয়াগরাজগামী এমনই এক ট্রেনে হামলার অভিযোগ উঠছে। ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে দাবি বহু যাত্রীদের। ট্রেনের একাধিক জানালার কাঁচ ভাঙা। এরফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।গুজরাটের সুরাট থেকে প্রয়াগরাজ যাচ্ছিল তাপ্তি গঙ্গা এক্সপ্রেস। মহারাষ্ট্রের জলগাঁও দিয়ে যাওয়ার সময়ই ট্রেনের উপরে হামলা হয় বলে অভিযোগ।লাগাতার ইট-পাথর ছোড়ে কিছু দুষ্কৃতীরা। ইটের আঘাতে ট্রেনের বি৬ কামরার জানালা ভেঙে যায়।ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে। রেল সূত্রে দাবি, সেন্ট্রাল রেলওয়ে ও পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আরপিএফের চারটি টিম পাঠানো হয়।