
সুকান্ত চট্টোপাধ্যায়, হাবরা:
আর জি কর কান্ড নিয়ে যখন উত্তাল বাংলা তথা সমগ্র দেশ। প্রত্যেকদিনই অপরাধীদের শাস্তির দাবিতে মিটিং ,মিছিল ,বিক্ষোভ আন্দোলন করছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলগুলি। সেই আবহে হাবরায় একটি ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
গ্রামবাসীদের অভিযোগ প্রতিবেশী যুবক সতীশ সরকার
ছোট শিশুটিকে ধর্ষণ করেছে। গ্রামবাসীদের অভিযোগ অভিযুক্ত যুবকের নামে অভিযোগ জানাতে গেলে পুলিশ গ্রামবাসীদের সাথে খারাপ ব্যবহার করে । অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে।
তবে দোষীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করার পর
পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে গেছে।