
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তথা লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে ভারতে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বিদেশমন্ত্রক। ইতিমধ্যে রাষ্ট্রসংঘেও হাফিজ সইদকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। তবে সূত্রের খবর, পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছেন হাফিজ সইদ।
পাক ইংরেজি দৈনিক ডনের খবর, গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। এই দলের প্রতিষ্ঠাতা হাফিজ স্বয়ং। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা সইদ। উল্লেখ্য, হাফিজের ছেলে তালহা সইদকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত। অবিলম্বে জঙ্গিনেতার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি দিয়েছে ভারত।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাফিজ সইদের প্রত্যর্পণ চেয়েছে নয়দিল্লি। কিন্তু দুই দেশের প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে বারবার ধাক্কা খেয়েছে সেই প্রক্রিয়া।