
প্রদীপ মাইতি, হলদিয়া: বিধায়ক ও সাংসদ দুটো গুরুত্বপুর্ন পদ ই বিজেপির দখলে। কিন্তু তার পরেও সমবায় নির্বাচনে সব আসনেই জয়লাভ করলো শাসকদল তৃণমূল সমর্থীত প্রার্থীরা। খাতা খুলতে পারলো না বিজেপি ও সিপিএম। ফল প্রকাশের পর সবুজ আবিরে মেতে উঠলেন তৃণমূল নেতৃত্বরা।
রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে
হলদিয়া আরবান কো-অপারেটিভ নির্বাচন হয়। হলদিয়া ও সুতাহাটা জোনে মোট আসন ৮ টি। আর সেই আটটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে সমবায়ের প্রার্থী তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি নেতা তুষার মন্ডল জানান, দীর্ঘদিন ধরে সুন্দর ভাবে আমরা সমবায়টি পরিচালনা করে আসছি। এই জয় মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। আগামীদিনে যাতে সমবায়ে উন্নয়ন ঘটে সেদিকে আমাদের সকলের নজর থাকবে।