
সুমন্ত দাশগুপ্ত,ওঙ্কার বাংলাঃ শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনার কবলে পূর্ণার্থীরা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ তীর্থযাত্রীর। শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে।
জানা গিয়েছে, শিবের মাথায় জল ঢালার জন্য হরিদ্বারের গঙ্গা থেকে জল সংগ্রহ করে শোভাযাত্রা করে ফিরছিলেন তীর্থযাত্রীদের একটি দল। দলের একেবারে সামনে ছিল ২২ ফুট উচ্চতার একটি ডিজে বক্স। মিরাটের ভবনপুর এলাকার রলি চৌহান গ্রামের উপর দিয়ে গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন। আচমকাই ডিজে বক্সের মাথা ছুঁয়ে যায় বিদ্যুতের লাইনে। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত পাঁচ তীর্থযাত্রীর। আহত হয় আরও বেশ কয়েক জন। তাদের স্থানীয়রা বাইকে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে খবর, মোট দশ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাঁচ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
জানা গিয়েছে, মিরাটের অঘৌরনাথ মন্দিরে ত্রয়োদশীর জল দান করার পর তীর্থযাত্রীদের গ্রামে ফেরার কথা ছিল। গ্রামেরই শিবমন্দিরে চতুর্দশীর জলদান করার কথা ছিল। তার আগেই মর্মান্তিক ঘটনা ঘটল। এলাকায় শোকের ছায়া।