
স্পোর্টস ডেস্ক :এবার হার্দিক পাণ্ডিয়ার পাশে দাঁড়ালেন অজিত আগরকর। দাবি করেন, এই মুহূর্তে তাঁর কোনও বিকল্প নেই। আগরকর বলেন, “সহ অধিনায়ক নিয়ে কোনও কথাই হয়নি। হার্দিকের পরিবর্ত খোঁজা কঠিন। ওর মতো ক্রিকেটারের কোনও বিকল্প হয় না। লম্বা বিরতির পর দলে ফিরছে। আইপিএলে এখনও পর্যন্ত সবকটা ম্যাচ খেলেছে। আশা করছি সেটা কাজে লাগবে। আমাদের আসল চিন্তা ওর ফিটনেস নিয়ে। এখনও পর্যন্ত আইপিএলে ঠিক আছে। নিয়মিত বলও করছে। ও ফিট থাকলেই হবে। ওর বোলিং রোহিতের জন্য বিকল্প তৈরি করে দেবে।” এদিন সাংবাদিক সম্মেলনে কেএল রাহুলের বাদ পড়া নিয়েও মুখ খোলেন আগরকর। নির্বাচক প্রধান জানিয়ে দেন, তাঁরা এমন একজন উইকেটকিপার ব্যাটারের সন্ধানে ছিলেন, যে মাঝের ওভারে ব্যাট করতে পারবে। আইপিএলে রাহুল ওপেন করছে। মূলত সেই কারণেই তাঁকে বাদ পড়তে হয়েছে। এই প্রসঙ্গে আগরকর বলেন, “কেএল রাহুল অসাধারণ প্লেয়ার। তবে আমরা এমন একজনকে খুঁজছিলাম যে মিডল অর্ডারে ব্যাট করতে পারবে। কেএল আইপিএলে টপ অর্ডারে ব্যাট করছে। ঋষভ পাঁচ নম্বরে ব্যাট করছে। সঞ্জু তিন-চারে ব্যাট করতে পারে। তাই ওরা মিডল ওভারে উইকেটে বেশি সময় কাটাতে পারবে। যা ইনিংসের পরবর্তী পর্বে কাজে দেবে।