
স্পোর্টস ডেস্ক :গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনাযাচ্ছিল। অবশেষে সেটাই হল । আসন্ন মরসুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার পরিবর্তেই এবার নতুন দায়িত্ব পেলেন এই তারকা অ রাউন্ডার। আগামী ১৯ ডিসেম্ব হতে চলেছে এবারের আইপিএলের নিলাম। তার আগেই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে বেছে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কয়েকদিন আগেই গুজরাত টাইটান্স থেকে বিরাট অঙ্কের বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়েই এবার প্রত্যাশার পরদ চড়তে শুরু করেছে।
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে বিরাট চাকায় গুডরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই বছরই প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথমবারই কার্যত সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। সেখানে নেতৃত্বে যেমন নজর কেড়েছিলেন, তেমনই নিজের পারফরম্যান্স দিয়েও সকলকে হতবাক করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েও সেই সাফল্যের রাস্তায় তিনি এগিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।