
স্পোর্টস ডেস্ক :আইপিএল নিলামের আসর বসতে এখনও বেশ কিছু দিন বাকি। কিন্তু তার আগে হার্দিক পান্ডিয়া’কে নিয়ে টালবাহানা কম হয়নি। গুজরাত টাইটান্স ছেড়ে শেষমেশ নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে চলে গিয়েছেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে গোটা আইপিএল-এ হয়তো একটি ম্যাচেও খেলবেন না ভারতীয় দলের তারকা অলরাউন্ডার।
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোট পান হার্দিক। এরপর থেকে গোটা টুর্নামেন্টে আর খেলতে পারেননি তিনি। তবে শুধু গোড়ালিতেই নয়, পিঠেও চোট রয়েছে হার্দিকের। শোনা যাচ্ছে, হার্দিকের জোড়া চোটের যা অবস্থা তাতে তিনি এবার কোটিপতি লিগে না-ও খেলতে পারেন।বাংলাদেশ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে বড় চোট পান হার্দিক। সেই ম্যাচের পর তাঁকে আর ভারতের জার্সিতে দেখা যায়নি। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি’তে রিহ্যাব করছেন হার্দিক। তবে খেলার মতো ফিট হননি তিনি। সেই কারণে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে রাখেননি নির্বাচকরা। এমনকী তারপরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও তাঁকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে জটিলতা তৈরি হয়েছে।