
শেখ এরশাদ, কলকাতাঃ দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উত্তপ্ত হরিদেবপুর। প্রতিবেশী ভাইজিকে ধর্ষণের অভিযোগ জেঠুর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরজি করের রেশ কাটতে না কাটতেই ফের শহর কলকাতায় ধর্ষণের অভিযোগ। এবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জের হরিদেবপুর থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের বসুশ্রী বাগান এলাকার বাসিন্ধা উত্তম দে। তিনি এক প্রতিবেশীর শিশু কন্যাকে ধর্ষণ কএছে বলে অভিযোগ। ইতিমধ্যে শিশুটিকে প্রথমিক চিকিৎসার পর একটি হোমে রাখা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে পকশো ধারায় মামলা রুজু করেছেন হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতা নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তম দে তাঁদের বাড়িতে প্রায়ই যাতাযাত করত। শিশু কন্য উত্তমকে জেঠু বলে ডাকত বলে জানা গিয়েছে।
এদিকে খবর ছড়িয়ে পড়তে উত্তম দের বাড়ি ভাঙচুর করে স্থানীয় মানুষ। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।