
স্পোর্টস ডেস্ক :বেঁচে আছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। হটাৎ করে আলোড়ন পড়ে যায় জিম্বাবোয়ের প্রাক্তন পেসার স্ট্রিকের সতীর্থ হেনরি ওলোঙ্গা পোস্টে। তিনি জানান স্ট্রিক মারা গেছেন। যদিও জিম্বাবোয়ের হাসপাতাল বা ক্রিকেট বোর্ড কেউ জানায়নি। স্ট্রিক দক্ষিণ আফ্রিকার হাসপাতালে ক্যানসারে চিকিৎসাধীন। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওলোঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন টুইটারে। সেটি স্ট্রিকের সঙ্গে তাঁর কথোপকথন বলে দাবি করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “আমি নিশ্চিত ভাবে জানাতে চাই যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।’ বহুদিন কোলোনের ক্যানসারে চিকিৎসাধীন এই প্রাক্তন অল রাউন্ডার।৬৫টি টেস্ট ম্যাচ এবং ১৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি কোলন এবং লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় তাঁর চিকিৎসা করা হচ্ছিল। টেস্ট ক্রিকেটে মোট ২১৬টি উইকেট শিকার করেন। ইতিমধ্যে তিনি ১৬ বার এক ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন। এবং সাতবার এক ইনিংস তিনি ৫ উইকেট শিকার করেছেন।
৫০ ওভারের ফরম্যাটে হিথ স্ট্রিক ২৯.৮২ বোলিং গড়ে মোট ২৩৯টি উইকেট শিকার করেছেন। একদিনের কেরিয়ারে সাতবার এক ইনিংস তিনি ৪ উইকেট শিকার করেছেন। পাশাপাশি একবারই এক ইনিংস তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে ব্যাট হাতেও তাঁর পারফরম্য়ান্স অব্যাহত ছিল। টেস্ট ক্রিকেটে তিনি ১,৯৯০ রান করেন। অন্যদিকে, একদিনের ক্রিকেটে তিনি, ২৯৪৩ রান করেছেন। টেস্ট ক্রিকেটে স্ট্রিক একটি সেঞ্চুরি এবং ১১টি হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া একদিনের ক্রিকেটে তাঁর ঝুলিতে ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন হিথ স্ট্রিক। ২০০৬ সালে ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ার তাঁকে ২ বছরের জন্য অধিনায়ক নিযুক্ত করেছিল। কিন্তু, ব্যক্তিগত সমস্যার কারণে তাঁকে সেই চুক্তি ভঙ্গ করতে হয়। এরপর ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ২০২১ সালে তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনে আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি। যদিও সেটা সত্যি প্রমাণিত হয়নি