
সুমন্ত দাশগুপ্ত, ওঙ্কারঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির হেলিকপ্টারে হানা দিল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়ানাড়ে যাওয়ার পথে রাহুলের কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কর্মীরা।
রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালালেন নির্বাচনী আধিকারিকরা। তামিলনাড়ুতে তল্লাশি চালানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে। সোমবার সকালের এই তল্লাশি চালিয়েছিলেন নির্বাচনী আধিকারিকরা। কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য হেলিকপ্টারে করে তামিলনাড়ুর নীলগিরিতে যান রাহুল গান্ধী। তাঁর হেলিকপ্টার সেখানে অবতরণ করতেই নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’-এর আধিকারিকরা পৌঁছে যান এবং হেলিকপ্টারে তল্লাশি চালান।
প্রসঙ্গত একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল আয়কর দফতরের বিরুদ্ধে। তবে আয়কর দফতরের জানিয়েছে, বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেকের চপারে কোনও তল্লাশি বা অভিযান হয়নি। প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেছিলেন, তাঁর হেলিকপ্টারে তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা।