
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ খনি দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনর। এই মামলায় তাঁর বিরুদ্ধে সমন জারি করেছিল ইডি। রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। কিন্তু সোমবার দেশের সর্বচ্চ আদালত তাঁর আবেদন শুনতে চায়নি। তাঁকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ইডির দাবি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে থাকার পাশাপাশি হেমন্ত রাজ্যের খনি মন্ত্রীও। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। খনি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর তাঁকে ইডি তলব করেছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত। আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করছেন তিনি।
হেমন্ত সোরেনর পাল্টা অভিযোগ, গণতান্ত্রিকভাবে তৈরি হওয়া রাজ্যের সরকারকে ভেঙে দিতে চাইছে ইডি। তারা ক্ষমতার অপব্যবহার করছে। রবিবার ইডির সমনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান হেমন্ত সোরেন। কিন্তু সোমবার শীর্ষ আদালত তাঁর আবেদন শুনতে চায়নি। বিচারপতি অনিরূদ্ধ বোস, বেলা এম ত্রিবেদীর বেঞ্চ হেমন্তকে বলেছেন, ‘আপনি হাইকোর্টে যাচ্ছেন না কেন? আপনি হাইকোর্টে যান।’ বিচারপতিরা আরও বলেছেন, তিনি চাইলে ঝাড়খণ্ড হাইকোর্টে চ্যালেঞ্জ জানাতে পারেন। বিচারপতিদের পর্যবেক্ষন ‘আমরা মনে করি সবটা হাইকোর্টে শুরু হওয়া দরকার। এখানে নয়।’খনি দুর্নীতি মামলায় গ্রেফতারের আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনর।