
নিজেস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীর কুরসিতে কামব্যাক হেমন্ত সোরেনের। বৃহস্পতিবারই বিকেল পাঁচটার সময়ে ফের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হেমন্ত। উল্লেখ্য, গত মাসেই জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, জমি দুর্নীতি এবং আর্থিক তছরুপের অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির ঠিক আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। অবশেষে জুন মাসে তাঁকে জামিন দেয় ঝাড়খণ্ড হাই কোর্ট। বুধবার সন্ধে সাতটা নাগাদ রাজভবনে পৌঁছন চম্পাই সোরেন। রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফা জমা দেন। ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরেই সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানান হেমন্ত সোরেন।