
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গান্ধী মূর্তি সংলগ্ন ময়দান এলাকায় বিজেপির ধর্নায় অনুমতি বিচারপতি কৌশিক চন্দের। শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। মাইক – লাউড স্পিকারে ছাড়া ধর্না কর্মসূচিতে অনুমতি। ১৫০ জনের বেশি নেতা – কর্মী – সমর্থকের জমায়েত করা যাবে না। – নির্দেশ আদালতের. সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধর্নায় অনুমতি আদালতের। আগামী ২৮ এবং ২৯ শে ফেব্রুয়ারি ধর্ণার অনুমতি আদালতের। আইন – শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেটা খেয়াল রাখতে হবে বিজেপিকে। নির্দেশ আদালতের।
ধর্নায় উপস্থিত থাকতে পারেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শান্তিপূর্ন অবস্থান এবং ধর্ণার অধিকার সকলের আছে। গ্রহণযোগ্য বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। – মন্তব্য বিচারপতির। বিক্ষোভ প্রদর্শন কখনো শান্তিনিকেতনের ভাষায় হতে পারে না মন্তব্য বিচারপতির।