
সুকান্ত চট্টোপাধ্যায়,হিঙ্গলগঞ্জ : হিঙ্গলগঞ্জের ” ডাসা “নদীর কুমিরমারি এলাকার ঘটনা । কুমিরমারি খেয়াঘাটে একটি জেটিঘাট ছিল । কিন্তু বছর ৬ আগে জেটি ঘাটের মাঝখান দিয়ে ভেঙে জেটি থেকে ঘাট আলাদা হয়ে যায় । ফলে নৌকা থেকে মানুষের ওঠানামা খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীকে এখান থেকে পার করতে হয়। এছাড়াও বিভিন্ন কাজে প্রতি নিয়ত মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে । খেয়াঘাট না থাকায় প্রতি নিয়ত দুর্ঘটনা লেগেই আছে । বয়স্ক মানুষ , অসুস্থ রুগী , স্কুল পড়ুয়াদের যাতায়াতে যথেষ্ট সমস্যা হয় । নদীর পাড়ে মাটির উপর কিছু ইট বিছিয়ে যেমন তেমন করে প্রাণের ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত করে হিঙ্গলগঞ্জ প্রত্যন্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষেরা।
এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক সবাইকে জানিয়েছে। কিন্তু আজ ৬ বছর কেটে গেলেও কোনো সুরাহা হয়নি। অগত্যা শনিবার এলাকার মানুষ নদীর ঘাটে বিক্ষোভ দেখাতে বাধ্য হয় । যদিও এই বিষয়ে ” রূপমারি ” পঞ্চায়েতের উপ প্রধান তপন কুমার মন্ডল সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন-সত্যি কুমির খেয়া ঘাটে খুবই সমস্যা । যেটি ভেঙে গেছে । মানুষের দুর্ভোগের শেষ নেই । তিনি এর আগেও কয়েকবার জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। এখন দেখার কবে প্রশাসনিকের তরফ থেকে হিঙ্গলগঞ্জের নতুন জেটি তৈরী করা হবে ।