
ওঙ্কার ডেস্ক: করোনার সময় কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ সম্মানে ভূষিত করল বার্বাডোজ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোজ’ সম্মান গ্রহণ করেছেন।
ব্রিজটাউনের গভর্নমেন্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি, পররাষ্ট্রমন্ত্রী কেরি সাইমন্ডস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই সম্মান তুলে দেওয়া হয় ভারতের মন্ত্রীর হাতে। পবিত্র মার্গারিটা এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাষ্ট্রপতি ডেম স্যান্ড্রা ম্যাসনের কাছ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোজ’ গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। এই পুরস্কার কোভিড-১৯ মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং অমূল্য সহায়তার স্বীকৃতি।’
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ২০২৪ সালের ২০ নভেম্বর গায়ানার জর্জটাউনে ভারত-ক্যারিকম নেতাদের শীর্ষ সম্মেলনে এই পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বার্বাডোজের প্রধানমন্ত্রী মোটলি শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বিশ্বব্যাপী সংকটের সময় গুরুত্বপূর্ণ সহায়তার জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি। বৃহস্পতিবার সম্মাননা গ্রহণের সময় ভারত এবং বার্বাডোজের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন পবিত্র মার্গারিটা।
ভিডিও দেখুন-