
ওঙ্কার ডেস্ক : সকালের দিকে ভোট শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ল অশান্তি. বোলা ১২ টা নাগাদ তেতে উঠল হুগলির ধনেখালি. ধনিয়াখালির মুইদপুরে প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়িক অসীমা পাত্রর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান লকেট। দু-পক্ষই চোর চোর স্লোগান দিতে শুরু করে। পরে কেন্দ্রীয় বাহিনী এসে সরিয়ে নিয়ে যায় বিজেপি প্রার্থীকে।
অপরদিকে, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তিন চড়া তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পতাকা ছিড়ে ফেলা হয় ও অফিস ভেঙ্গে ফেলা হয়েছে বলেও অভিযোগ ওঠে.।
অন্যদিকে, আরামবাগ লোকসভা কেন্দ্রের খানাকুলে বিজেপি উপপ্রধানকে মারধরের অভিযোগ ওঠে. আহত তার সহকর্মীদের ৫জন. আহত তৃণমূল কর্মীও. একে অপরের বিরুদ্ধে অভিযোগ দুই দলের.
আরামবাগের ভাটার মোড়েও ব্যাপক উত্তেজনা। বিজেপির অভিযোগ, ১০১ ও ১০২ বুথে বহিরাগতদের নিয়ে বাঁশ নিয়ে তৃণমূল তাদেরকে মারধর করতে আসে। এই ঘটনায় গুরুতর আহত হয় দুইজন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। QRT পুলিশ যাকে আটক করে নিয়ে যায়, তার নাম শেখ হাসিবুল রহমান বাড়ি আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়. তবে, মাঝে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন সিপিএম-এর প্রার্থী দীপ্সিতা ধর. এদিন এই নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানান সিপিএমের প্রার্থী ।