
সুনন্দা দত্ত, হুগলী: হুগলি লোকসভা কেন্দ্রের শাসক দল এবং বিরোধীদলের দুই তারকাপ্রার্থীই জোর কদমে নেমে গিয়েছেন তাদের প্রচারকাজে। হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কখনো হুড খোলা জিপেতে আবার কখনো পায়ে হেঁটে প্রচার করছেন তারা। সোমবার সপ্তাহের প্রথম দিনেই ধনিয়াখালীর গুরাপে পতি দুর্গা মন্দিরে পূজো দিয়ে বাইকে করে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর কংসারিপুরেও প্রচার করেন লকেট চট্টোপাধ্যায়।