
সুনন্দা দত্ত,হুগলী:”নিখোঁজ লকেট চ্যাটাজী …..খোঁজ মিলল ভোটে” আবারো লকেট চ্যাটার্জি কে কটাক্ষ করে এইভাবে লেখা পোস্টার পড়লো হুগলিতে। বুধবার পান্ডুয়া ব্লকের খন্যান চৌমাথা জিটি রোডের পাশে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই রকম অসংখ্য পোস্টার দেখা যায়। ওই পোস্টার গুলিতে আরো লেখা ছিলো
“বাড়ি বাড়ি গিয়ে দিদির মুখে,মিথ্যা প্রতিশ্রুতি ফুলঝুড়ি ফোটে ”
“শান্ত এলাকাতে অশান্ত করতে নেই তার জুড়ি, আসলে সে মানুষ নয় মিছরির ছুরি”
এছাড়াও এই পোষ্টারে আরো লেখা ছিলো “দিদি আপনার কাছে আমাদের আবেদন, দয়া করে আমাদের শান্ত এলাকাকে অশান্ত করে তুলবেন না। আমরা দলেরই একনিষ্ঠ কর্মী ।আমাদের দল থেকে তাড়াবেন না” এর পোষ্টারের নিচে লেখা ছিলো
সৌজন্যে যুব মোর্চা।।
এই বিষয়ে পান্ডুয়া বিজেপি যুব মোর্চার সভাপতি রুপম ঘোষ বলে, এগুলো তৃণমূলের কাজ। কারণ দিদি সাংসদ থাকা কালীন যা কাজ করেছে তাতেই তৃণমূলের হিংসা হচ্ছে।অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলে এটি সম্পূর্ণ বিজেপির গোষ্ঠী কোন্দল । কারণ তাদের দলের বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে মারপিট লেগে যায় তারই প্রতিফলন এই পোস্টার ।
এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলী তে।