
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ মঞ্চে বিডিও , ১৬ জন পঞ্চায়েত প্রধান সহ এলাকার তাবড় দুই তৃণমুল নেতার উপস্থিতিতেই “খেলা হবে” অনুষ্ঠানে চললো দেদার বিদুৎ চুরি! তৃনমূলের অনুষ্ঠানে এটাই স্বাভাবিক, বিজেপি।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সকল স্তরের দলীয় নেতৃত্বকে বার বার বার্তা দিয়েছেন স্বচ্ছতা বজায় রেখার জন্য। কিন্তু তৃণমূল সুপ্রিমোর বার্তা কার্যত জেলা স্তরে গিয়ে পৌছায় না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিদ্যুৎ হুকিং করে “খেলা হবে” দিবস পালন করা হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। সে সময় “খেলা হবে” দিবস মঞ্চে উপস্থিত ছিলেন, ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ড, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ি দুই নম্বর ব্লক সভাপতি শিব শংকর দত্ত, সাপ্টিবাড়ি দুই নং অঞ্চলের প্রধান চন্দনা রায় সহ ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্যরা এছাড়াও ১৬ টি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। অভিযোগ, বিদ্যুৎ পোল থেকে হুক করে চলছে ডিজে বক্স বাজান হয়েছে, “খেলা হবে” দিবসে। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা ময়নাগুড়ি দুই নম্বর ব্লক সভাপতি শিব শঙ্কর দত্তের সাফাই, “তিনি জানতেন না”।
যদিও সম্পূর্ণ ব্যাপারটিকে স্বাভাবিক বলেই দাবি করেছে, জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ। তিনি বলেন, তৃনমূলের অনুষ্ঠান আর চুরি হবে না, এটা কি করে সম্ভব!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুক্রবার খেলা হবে দিবস উদযাপন হল রাজ্য জুড়ে। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি দুই অঞ্চলের সুস্থিরহাট জাগরণী ক্লাবের মাঠে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি। সেখানেই বিদ্যুৎ হুকিং করার অভিযোগ উঠেছে।