
ওঙ্কার ডেস্ক:দুর্গাপুজোর পর থেকেই প্রায় শীতের আমেজ অনুভূত হয় বাঙালির, কিন্তু ডিসেম্বর চলে এলেও ঠান্ডার বিন্দুমাত্র দেখা মিলছে না। তাপমাত্রার নিরিখে ১৯০১ এর পরে উষ্ণতম নভেম্বর দেখা গেল ২০২৪-এ। ১৯০১ এর পর আর এত বছরে উষ্ণতম নভেম্বর আসেনি ভারতে, মাঝে কেটে গেছে ১২৩ বছর।
আবহাওয়া দফতর অনুযায়ী, ২০২৪এর নভেম্বর মাসে দেশের গড় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ০.৬২ ডিগ্রি এবং ১.০৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। দিনের গড় তাপমাত্রা বেড়েছে ০.৮৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯০১ এর পর এই প্রথম উষ্ণতম নভেম্বরের সম্মুখীন হল ভারত। তাপমাত্রার পরিমান সর্বাধিক উত্তর পশ্চিম ভারতে, তার পরই রয়েছে মধ্য ও দক্ষিণ ভারত। যেখানে এক ধাক্কায় বেড়ে গিয়েছে ১ ৩৭ ডিগ্রি। মনে করা হচ্ছে এই অনিয়মিত আবহাওয়ার পেছনে একমাত্র প্রকৃতির প্রতি মানুষের নির্মম পদক্ষেপই দায়ী।