
নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর দাপটে ধাক্কা খেল ট্রেন পরিষেবা।‘রেমাল’ আছড়ে পড়ার আগে তার প্রভাবে ঝোড়া হাওয়া, বৃষ্টির আশঙ্কায় হাওড়া ও শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল। রবিবার হাওড়া-ব্যান্ডেল শাখায় মোট ৯ জোড়া লোকাল ট্রেন বাতিল হয়েছে। বাতিল একজোড়া হাওড়া-সিঙ্গুর লোকাল।
শিয়ালদহ দক্ষিণ শাখা ও হাসনাবাদ শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার শিয়ালদহ থেকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজের একজোড়া করে ট্রেন বাতিল। সোমবার নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজ ছাড়াও সোনারপুর, বারুইপুর শাখায় আপ ও ডাউনে বাতিল মোট ১৬ জোড়া ট্রেন।