
ওঙ্কার ডেস্ক: জঞ্জালে ঢেকেছে হাওড়ার বিভিন্ন এলাকা। ছোট থেকে বড় রাস্তার বিভিন্ন জায়গায় জমেছে আবর্জনার স্তুপ, এবার সেই আবর্জনার নাগপাশ থেকে মুক্তি পেতে অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। যদিও পুর প্রশাসনের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার সেই আশ্বাস ঘিরেও সংশয় তৈরি হয়েছে স্থানীয়দের মনে। সকলের একটাই প্রশ্ন কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?
রবিবার হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এদিন পুরসভার গাড়ি আটকে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ভ্যাটের আবর্জনা রাস্তায় পড়ে রয়েছে। গত কয়েক দিন ধরে এলাকার আবর্জনা পরিষ্কার করা হয়নি। হাঁটাচলা করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁরা, সেই সঙ্গে উপরি সমস্যা হিসেবে যুক্ত হয়েছে দুর্গন্ধ। যার ফলে টেকা দায় হয়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ভ্যাট না সরালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গত ২২ মার্চ ধস নামে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে। সেই সময় থেকে শহরের বিভিন্ন জায়গায় জমছে আবর্জনা। বিকল্প ভাগাড় হিসাবে প্রশাসনের তরফে কলকাতার ধাপাকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও জঞ্জাল মুক্ত হয়নি হাওড়া। বহু জায়গায় আগের আবর্জনা পড়ে রয়েছে। হাওড়ার বিভিন্ন ভ্যাটে জমে রয়েছে জঞ্জালের স্তূপ।
অন্যদিকে হাওড়ার পুরসভার তরফে জানানো হয়েছে, আবর্জনা পরিষ্কারের জন্য কাজ চলছে। অতিরিক্ত ১৫টি গাড়িকে কাজে লাগানো হয়েছে। আগামী দু’দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস পুরসভার।