
তিতাস বসু, ওঙ্কার বাংলা: ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অন্যদিকে অজিদের বিরুদ্ধে শুভমনকে ছাড়াই প্রথম একাদশ সাজালো টিম ইন্ডিয়া। চেন্নাইয়ের চিপকে রবিবার দুপুর দুটোয় পরস্পরের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামছে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের প্রস্তুতি ম্যাচ ভেস্তে যায়, যে কারণে এক প্রকার অনুশীলন ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করতে হচ্ছে দুই দলকে।
প্রথম একাদশ :
- ভারত :রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
- অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড