
স্পোর্টস ডেস্ক :আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে চ্যাম্পিয়ন হওয়ার হাসি ফোটে সেটা তো সময়ই বলবে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রতিটি ভেন্যুতেই এখন জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। শোনাযাচ্ছে ওডিআই বিশ্বকাপের ম়ঞ্চেও হাই স্কোরিং ম্যাচ চাইছে আইসিসি। শোনাযাচ্ছে ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রতিটি পিচই কার্যত ব্যাটিং সহায়ক করার নির্দেশ দেওয়া হয়েছে আইসিসির তরফে। কোনওরকম বাইরের চাপের জন্য বিশেষ কোনো ম্যাচের জন্য পিচ থেকে ঘাস ছেটে ফেলা য়াবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির পিচ কনসাল্টেন্টের সঙ্গে।
গত বুধবারই প্রতিটি রাজ্য সংস্থার পিচ কিউরেটরদের সঙ্গে মুম্বইয়ে বৈঠকে বসেছিলেন আইঅসিসির প্রধান পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন। সেখানেই নাকি বিশ্বকাপের পিচ প্রস্তুতির জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে আইসিসির পিচ বিশেষজ্ঞের তরফে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবসময়ই হাই স্কোরিং ম্যাচ দেখতে পাওয়া যায়। এবার ওডিআই বিশ্বকাপের মঞ্চেও যে সেটাই চাইছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তা কার্যত বলার অপেক্ষা রাখে না। সেভাবেই প্রতিটি পিচ কিউরেটরকদের বিশেষ বার্তা দেওয়া দিয়েছেন।