স্পোর্টস ডেস্ক :ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ২০শে সেপ্টেম্বর, বুধবার, আসন্ন এই টুর্নামেন্টের অফিসিয়াল অ্যান্থেম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই গানের ভিডিওটিতে বলিউড তারকা রণবীর সিং সহ অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসাররা রয়েছেন।
ধনশ্রী ভার্মা, গৌরব তানেজা, স্কাউট, বিইউনিক এবং আরও বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারকে এই গানের ভিডিওটিতে দেখা গেছে। আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমের টাইটেল হল “দিল জশন বোলে”। বিখ্যাত সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী এই গানটিতে সুর দিয়েছেন এবং গায়ক নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাসা, চরণ সংগীতটিতে তাদের কণ্ঠ দিয়েছেন। এই গানটি লিখেছেন শ্লোক লাল এবং সাভেরি ভার্মা।একটি ট্রেনের বগিকে গানের ভিডিওটির থিম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ভিডিওটিতে অফিসিয়াল মাসকটগুলিকেও দেখানো হয়েছে। গানটির শুরুতেই রণবীর সিংকে দেখানো হয়েছে। এরপর প্রীতম চক্রবর্তী চলন্ত ট্রেনটির বগির উপরে এসে উপস্থিত হন। ইস্পোর্টস গেমার এবং ইনফ্লুয়েনসার স্কাউট, বি ইউনিক, ভিরাজ ঘেলানি, গৌরব তানেজা (ফ্লাইং বিস্ট), ক্রীড়া উপস্থাপক যতীন সাপ্রু এবং যুজবেন্দ্র চাহালের স্ত্রী এবং নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা একে একে ভিডিওতে আত্মপ্রকাশ করেন।