
ওঙ্কার ডেস্কঃ আইসিডিএস সেন্টারে ঠিকমতো ডিম ছাড়াতে না পারায় অভিভাবকের হাতে আক্রান্ত এক মহিলা কর্মী।উত্তেজনা নদীয়ার শান্তিপুর এলাকায়। ভালো করে ডিম না ছাড়িয়ে দেওয়ার জন্য গরম ডাল, ভাত ও ডিম সেদ্ধ ওই কর্মীর মুখে ছুঁড়ে মারেন একজন অভিভাবক বলে অভিযোগ । গুরুতর অসুস্থ ওই আইসিডিএস কর্মীর নাম মিঠু বিবি। এলাকাবাসীরা বলেন, শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি অনেক দিন ধরেই এখানে কাজ করে আসছেন। তাঁদের যথেষ্ট সুনামও রয়েছে। বেশিরভাগ অভিভাবকদের সাথেও সুসম্পর্ক ও রয়েছে তাদের। কিন্তু মিলন চক্রবর্তী নামে এক অভিভাবক মাঝেমধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার বিষয়ে। গত সোমবার ডিম সেদ্ধ ছাড়াতে গিয়ে সামান্য অসুবিধা হয়। তাতেই মাথা গরম করে তিনি গরম খাবার ছুঁড়ে মারেন সহায়িকা মিঠু বিবির মুখে।
এই ঘটনার পর দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন মিঠু বিবি। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই অমানবিক ঘটনার শাস্তির দাবি করেছেন অনান্য কর্মী ও অভিভাবকরা।