
স্পোর্টস ডেস্ক :ভারত সেরা বাংলার ছেলেদের স্বাগত জানাল আইএফএ। গতকাল ছত্তিশগড় নারায়নপুর রামকৃষ্ণ মিশনের মাঠে তারা ওড়িশাকে হারিয়ে জাতীয় জুনিয়র ফুটবল ডা . বি সি রায় ট্রফিতে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে বাংলার বিজয় নিশান উড়িয়ে এসেছে। মঙ্গলবার রাতে তারা হাওড়া স্টেশনে ফিরলে তাদের সাদরে বরণ করে নিল আইএফএ। স্টেশনে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা,সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, গভর্নিং বডির সদস্য পঞ্চানন দত্ত,দিলীপ আচার্য, শুভঙ্কর ঘোষ,নাসির আহমেদ, ময়দানের পরিচিত ফুটবল সংগঠক আলোকেশ কুণ্ডু, দেবাশীষ মন্ডল,শংকর বসু ও স্বপন দত্ত। ঢাকের আওয়াজে হাওড়া স্টেশনে ছুটলো আনন্দের রোশনাই। আইএফএ এর এই অভ্যর্থনায় আপ্লুত বাংলার কোচ থেকে ফুটবলার সকলেই।