
স্পোর্টস ডেস্ক :মঙ্গলবার আইএফএ অফিসে ডিসিপ্লিনারি কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিমিয়ার ডিভিশন ইমামী ইস্টবেঙ্গল ক্লাব ও মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় মহামেডান স্পোর্টিং ক্লাব ভূমিপুত্র খেলানোর নিয়ম টি উলঙ্ঘন করায় তাদের অর্জিত পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে এবং ওই ম্যাচটির পয়েন্ট প্রতিদ্বন্দ্বী ইমামী ইস্টবেঙ্গল ক্লাব কে দেওয়া হয়েছে।তৃতীয় ডিভিশনে আলিপুর স্পোর্টিং ক্লাব ও বেনিয়াপুর ইনস্টিটিউটের চার জন ফুটবলার সরজু শেখ ,সাইফুদ্দিন শেখ, সুকান্ত হালদার ও রঞ্জু প্রামাণিক কে বয়সে কারচুপির জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত এ আই এফ এফকে পাঠানো হয়েছে তাদের ব্যবস্থা গ্রহণের জন্য।
এছাড়াও আইএফএ কতৃর্ক সাসপেন্ড থাকা এক ব্যক্তি কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের ম্যাচে দলের সঙ্গে উপস্থিত থাকায় কালীঘাট স্পোর্টস লাভারস কে এদিনের সভায় ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তারা সভায় অনুপস্থিত থাকায় তাদের শো কজ করা হয়েছে। আগামী ২১ শে অক্টোবরের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। এদিনের সভায় ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা, সৌরভ পাল, রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, ও এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি উপস্থিত ছিলেন। এদিকে আইএফএ কর্তাদের বিরুদ্ধে ফেসবুকে কুণাল ঘোষ লিখলেন,IFA কি বাংলার ফুটবলের অভিভাবক, নাকি শুধু ইস্টবেঙ্গলের অভিভাবক? মহমেডান স্পোর্টিংয়ের যুক্তি না শুনে কেন ইস্টবেঙ্গলকে গায়ের জোরে 3 পয়েন্ট দেওয়া হল? ওদের চ্যাম্পিয়ন করাতে চক্র সক্রিয়। কারণ এর ফলে ডায়মন্ডহারবারের থেকে (40 point) 1 পয়েন্টে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল (আগে 41, এখন 44) 4 পয়েন্টে এগিয়ে গেলো। এই IFAতে পুরো বদল দরকার। তিনচারজন মিলে দিনের পর দিন এই একতরফা কাজটা চালাচ্ছে। এসব বন্ধ হোক।