
স্পোর্টস ডেস্ক :বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব এর আনা ম্যাচ গড়া পেটার অভিযোগের প্রেক্ষিতে আইএফএর গড়া তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আইএফএ অফিসে। তদন্ত কমিটির সদস্য চিত্তরঞ্জন দাস, অলোক ঘোষ, প্রদীপ নাগ, অপূর্ব ঘোষ ও মহম্মদ জামাল এই বৈঠকে উপস্থিত ছিলেন।কলকাতা ফুটবল লিগের এ বছরের দ্বিতীয় ডিভিশন থেকে চতুর্থ ডিভিশন এর ফলাফল ঘোষনা করা হল। বৃহস্পতিবার দ্বিতীয় থেকে চতুর্থ ডিভিশন লিগ কমিটির সভায় এই ঘোষণা করা হয়। দ্বিতীয় ডিভিশন এ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাডামস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি, রানার্স উত্তরপল্লি মিলন সংঘ।এই ডিভিশন থেকে অবনমন ঘটলো টাউন ক্লাবের। তৃতীয় ডিভিশন এর চ্যাম্পিয়ন হিসেবে সাদার্ন অ্যাথলেটিক ক্লাব ও রানার্স আপ হিসেবে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব এর নাম ঘোষিত হয়। এই ডিভিশন থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে আগামী বছর দ্বিতীয় ডিভিশন এ উন্নীত হল সোনারপুর ওয়াই এম এস এ এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এই ডিভিশন থেকে অবনমন ঘটলো আলবার্ট স্পোর্টিং ক্লাব ও ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ক্লাবের। চতুর্থ ডিভিশন এ চ্যাম্পিয়ন শ্যামবাজার ইউনাইটেড ক্লাব, রানার্স আপ ওয়েস্টবেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দি ডেফ। তৃতীয় স্থান অর্জন করে আগামী বছর তৃতীয় ডিভিশন এ উন্নীত হয়েছে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন। এই ডিভিশন থেকে অবনমন ঘটলো কালীঘাট মিলনী ক্লাব ও হোয়াইট বর্ডার ক্লাবের। এদিনের সভায় উপস্থিত ছিলেন দ্বিতীয় থেকে চতুর্থ ডিভিশন লিগ কমিটির চেয়ারম্যান সন্দীপন ব্যানার্জী সহ অন্যান্য সদস্যরা এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল , স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, নজরুল ইসলাম ।