
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগের আগে বঙ্গ ফুটবল সংস্থার মুকুটে নয়া পালক। এবার আইএফএ- এর পাশে ‘শ্রাচী স্পোর্টস’। IFA- এর নতুন স্পনসর হিসেবে একসঙ্গে কাজ করবে রাহুল টোডির এই সংস্থা। ফলে বাংলার ফুটবলের উন্নতিতে বড়সড় সাফল্য আসার সম্ভাবনা উজ্জ্বল। কলকাতা ফুটবল লিগ ছাড়াও আইএফএ শিল্ড, ফুটসলের সঙ্গেও থাকছে এই নতুন স্পনসর ‘শ্রাচী স্পোর্টস’। তিন বছরের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আর এই তিন বছরে IFA পাবে সাড়ে সাত কোটি টাকা। প্রতি বছর আড়াই কোটি টাকা।
এইদিন শহরের এক পাঁচতারা হোটেলে আইএফএ- শ্রাচীর কর্তারা চুক্তির আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। এদিন উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত ব্যানার্জী, চেয়ারম্যান সুব্রত দত্ত, শ্রাচীর ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, চেয়ারম্যান তমাল ঘোষাল, প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা।